বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হতে দেরী হচ্ছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনও আবহাওয়ার কারণে টস হয়নি এ ম্যাচের।
ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের ২ ঘন্টারও বেশি অতিবাহিত হয়ে গিয়েছে। ম্যাচটিতে যে ওভার কমানো হবে তা নিশ্চিত। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে দুই দলই সমান এক পয়েন্ট করে পাবে।
রাত ৮:৩২ এর আগে যদি মাঠ খেলার উপযুক্ত হয় তাহলে ২০ ওভার করে খেলবে দুই দল।