রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ।
শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকি হাসান ইফতি ও যুগ্ম সদস্য সচিব ইমরান হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও এক্টিভিস্ট মোহাইমিনুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক নাঈম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান শুভ্র সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা সরদার আমিরুল ইসলাম ও মাহফুজ আহমেদ, পেশাজীবী সংহতির সদস্যসচিব ইন্জিনিয়ার সাইফুল্লাহ সিদ্দিক রুম্মন, ন্যাপ ভাসানীর সাবেক মহাসচিব মেরিন ইন্জিনিয়ার রেদোয়ান শিকদার এবং জুলাই সংগ্রাম পরিষদের দফতর সম্পাদক ফারদীন ইফতেখার।
ছাত্রসংগঠন সমূহের মধ্যে রাখেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা শাখার সভাপতি সানাউল্লাহ হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মোঃ মহিউদ্দীন খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল ওয়াহিদ, ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবা, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের সংগঠক রাবেয়া মুহিব, বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কে এস জিহাদ, খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক কাজী ইমাম ইলাত সহ অনেকেই।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলো প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অফ বাংলাদেশের (পুনাব) প্রধান মুখপাত্র নাজমুল আহসান ও নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল সা'দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, নারী ও শিশু অধিকার ভিত্তিক সংগঠন শিক্ষণের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের প্রতিনিধি শ্রাবণী আক্তার সহ অন্যান্যরা।