দ্রুত নিবন্ধনে দৃষ্টি এনসিপির, শর্ত শিথিলের ইঙ্গিত ইসির

, রাজনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-05 13:35:40

জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে তা নিয়ে বিদ্যমান বিতর্কের মাঝেই নির্বাচনে অংশগ্রহণে রাজনীতির মাঠে সক্রিয় দলগুলির সরব তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। আলোচনা ও সমালোচনার মধ্যে আত্মপ্রকাশ করা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে বেশ সক্রিয় হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনে বিদ্যমান শর্ত শিথিলে সংস্কার কমিশনের সুপারিশ এবং নির্বাচন কমিশনের সদিচ্ছাতেও ঐক্যের আভাস মিলেছে।

এনসিপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও কর্মসূচি নিয়ে সক্রিয় হওয়ার ৬ দিনের মাথায় বুধবার পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধানিবেদনের পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন নিতে শর্ত পূরণ করে দ্রুত নিবন্ধনের দিকে যাওয়ার কথা বলেন। পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্রের ধারায় ফিরতে পারে বাংলাদেশ।

নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে এনসিপির প্রথম লক্ষ্য সাংগঠনিকভাবে তার কার্যক্রম বিস্তৃত করা। নিবন্ধন নিতে যে ধরনের শর্তাবলি পূরণ করা প্রয়োজন, সেগুলো দ্রুত পূরণ করে আমরা নিবন্ধনের দিকে এগোব। এ মাসের মধ্যে গঠনতন্ত্রের কাজ শুরু করব।

নতুন প্রজাতন্ত্র ও নতুন সংবিধান এবং গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা সেকেন্ড রিপাবলিক-এর কথা বলেছি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পুরোনো সংবিধান এবং শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করে জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।’

অন্যদিকে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগে সময় স্বল্পতায় নির্বাচন কমিশন (ইসি) দল নিবন্ধনের জন্য সময়সীমা উল্লেখ করে আবেদন আহ্বান নাও করতে পারে। ইসির পক্ষে বলা হচ্ছে, গণবিজ্ঞপ্তি জারি করে আবেদন আহ্বানের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। এরই মধ্যে অনেক দলের আবেদন জমা হয়েছে। গত বছর আগের ইসির কাছে আবেদন করে যেসব দল নিবন্ধন পায়নি সেসব দলের অনেকে তাদের আবেদন পুনর্মূল্যায়নের অনুরোধ জানিয়েছে।

রাজনৈতিক দলগুলিকে বর্তমান ইসি জানিয়েছে, নিবন্ধন চাইলে নতুন করে আবেদন করতে হবে। অন্তত ২৯টি দল নতুন করে আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নতুন ১৩টি দল আবেদন করেছে এবং আরো বেশ কয়েকটি দল ইসির সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেছে। কিন্তু নির্বাচন কমিশন অপেক্ষা করছে আইন সংস্কারের।

আইন সংস্কার না হলে এবং দল নিবন্ধনের শর্তে কোনো পরিবর্তন না হলে বিদ্যমান আইনেই এ কাজ সম্পন্ন করা হবে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ভোটের জন্য দল নিবন্ধনের প্রয়োজন নেই বলেও মনে করে। গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা মনে করি, আগে (২০০৮ সালের আগে) যেভাবে দল নিবন্ধন ছাড়াই নির্বাচন হতো সেভাবেই নির্বাচন হোক।’

তবে নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশন রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত শিথিলের যে সুপারিশ করেছে নির্বাচন কমিশনের তা অনুসরণের সম্ভাবনাও স্পষ্ট হয়ে উঠেছে।

এ সম্পর্কিত আরও খবর