মোহাম্মদ সোলায়মান আলম শেঠকে সভাপতি ও আলহাজ্ব আবু জাফর মাহমুদ কামালকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সোমবার (৩০ অক্টোবর) অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
গত ১৪ অক্টোবর চট্টগ্রাম শহরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
সম্মেলন আগত কাউন্সিলর ও ডেলিগেটগণ সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টি, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আবু জাফর মাহমুদ কামাল এর নাম প্রস্তাব করেন।
উক্ত প্রস্তাবনার আলোকে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান কমিটি অনুমোদন দেন।