লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় ট্রাকের ধাক্কায় সাংবাদিক ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
এক শোকবার্তায় নিহত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বলেন, সড়কে এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিক ইউনুস আলীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যানের সমাবেশের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে ওই সড়ক দুর্ঘটনার শিকার হন সাংবাদিক ইউনুস আলী।