টাঙ্গাইলে নতুন করে নতুন করে আরো ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩o জনে।
তবে সুস্থতার হারও কম নয়। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মধুপুর ৩ জন, ধনবাড়িতে একজন, ঘাটাইল চারজন, গোপালপুরে চারজন, ভূঞাপুরে পাঁচজন এবং সখীপুর উপজেলায় ছয়জন রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল বুধবার সকালে আসে। এতে নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৫৫ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৪৫৪ জন৷