হবিগঞ্জে নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৮৭ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, গত ১২ এবং ১৩ জুলাই হবিগঞ্জ থেকে সিলেট পাঠানো নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
তার মধ্যে সদর উপজেলার ৩৪ জন, নবীগঞ্জ ১১, বাহুবল ৫, বানিয়াচং ৫, মাধবপুর ৪, আজমিরীগঞ্জ ৪ ও লাখাই উপজেলার ২ জন।
হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত ৯৮৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪৩০ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।