ময়মনসিংহে নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১০৯ জন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে জেলার ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। সেখানে সিটি করপোরেশন ও সদরে ১৪, ভালুকায় ৩, মুক্তাগাছায় ২ এবং তারাকান্দায় ১ জন রয়েছেন।
জেলায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তি ৩২ জন ও হোম আইসোলেশনে আছেন ৬৬৩ জন। সংক্রমিতদের মধ্যে নতুন ১১ জনসহ মোট ১ হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন। এছাড়া জেলায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।