করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১২টায় তাকে চিকিৎসার জন্য নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জন্মেজয় দত্ত।
তিনি বলেন, 'দুপুর ১২টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে আর জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।'
এর আগে শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল জানান, 'কামরান ভাইয়ের কিছুটা শ্বাসকষ্ট আছে সঙ্গে অন্যান্য কিছু শারীরিক জটিলতা থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে'।