গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হকও করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই দিন আগে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে ধানমন্ডির বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
রোববার (৩১ মে) বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। তিনি রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।