দেশে করোনা আক্রান্ত ১৭৮২২ জন, মৃত্যু ২৬৯

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:08:26

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আক্রান্তদের নিয়ে সারা দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১৯ জন মারা গেছেন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।

বুধবার (১৩ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৬২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৯০০টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ ব্যক্তির মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। ১৩ জন ঢাকার বাকিরা ঢাকার বাইরের বলে জানান ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, বয়সের হিসেবে মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন এবং ৭০ বছরের উপরে ৫ জন রয়েছে।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৩৫ জন।

এ সম্পর্কিত আরও খবর