খুমেকের ল্যাবে নতুন করে আরও ২ নারীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০২ জনের।
রোববার (১০ মে) খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭২ টি নমুনা টেস্ট হয়েছে। যার মধ্যে ২ নারীর নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসছে। আক্রান্ত হওয়া একজন নারী খুলনার দিঘলিয়া উপজেলার বাসিন্দা। অপরজন বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে রোববার ১৭২ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে খুলনার ৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়, বাকীগুলো অন্য জেলার নমুনা।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান তার উপজেলায় করোনা শনাক্তের ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ২০২ জনের।