মুক্তি পেয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২১ শিশু

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা.২৪কম, বেনাপোল (যশোর) |

কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি শিশুকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা নারী,শিশুরা নড়াইল,সাতক্ষীরা,পটুয়াখালি, খুলনা,ঢাকা,কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। এদের কাউকে চাকুরি, কাউকে বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়। কিন্ত প্রতারণা করে জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য করা হত তাদের। এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

পুলিশের আইনি কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস যশোর এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফকুজ্জামান জানান,সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন সেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধারকৃত বাংলাদেশিরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদেরকে পোর্টথানা থেকে আইনি সহায়তা ও কর্মসংস্থান সুবিধা দিতে গ্রহণ করেছে এনজিও প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর