রাজধানীর খিলক্ষেতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোর বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। এছাড়া পুলিশের ওপর হামলায় ঘটনায় পুলিশ খিলক্ষেত থানা পুলিলের মামলায় দুজন গ্রেফতার হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোবারক হোসেন সজীব (১৮) ও ইউসুফ (১৯)।
কামাল হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় গণপিটুনির শিকার অভিযুক্ত ১৬ বছরের কিশোরকে দেখানো হয়েছে। তবে কিশোর এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও বলেন, পুলিশের ওপর হামলায় ঘটনায় পুলিশ বাদী হয়ে উত্তেজিত জনতাকে আসামি করে মামলা করেছে। মামলায় দুজনকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি যারা পুলিশের ওপর হামলা করেছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন। তিনি বলেন, গণপিটুনির শিকার ওই কিশোরের অবস্থা আগের মতই স্থিতিশীল। তেমন ভালো না। এদিকে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসাসহ সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অতি শিগগিরই ডাক্তার ব্রিফ করবেন।
এর আগে মঙ্গলবার রাতে খিলক্ষেতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে 'মব' সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। এর পর তারা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় হামলায় ৭-৮ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় তাদের বহন করা গাড়িতেও হামলা চালায় স্থানীয় জনতা পুলিশের ওপর হামলার ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমানকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গণপিটুনির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শত শত মানুষ ওই তরুণকে ঘিরে আছে। তার ভেতরে কয়কজন ব্যক্তি অভিযুক্ত তরুণকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে দেখা যায়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন,খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে, তখন পুলিশ গিয়ে তরুণকে আটক করে। গাড়িতে করে ওই তরুণকে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা খিলক্ষেত বাজারের কাছে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ছেলেটিকে ছিনিয়ে নেয়।