সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা |

অন্তর্বর্তী সরকারের কাছে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের হত্যার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

বুধবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মেহেদী হাসানের পরিবারের ব্যানারে 'জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ঢাকা টাইমস এর সাংবাদিক মেহেদী হাসান হত্যা মামলার বাদী পিতা মোশাররফ হোসেনকে আসামিদের দ্বারা হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে' আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানববন্ধনে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন বলেন, গত বছরের জুলাই মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আমার ছেলে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান যাত্রাবাড়ীতে নিউজ কাভারেজের জন্য দায়িত্ব পালন করছিল। গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং গুলিতে মেহেদী হাসান নিহত হয়। তার মৃত্যুতে আমরা যেমন সন্তানহারা হয়েছি, দেশও একজন সম্ভাবনাময় সাংবাদিককে হারিয়েছে।

তিনি বলেন, আমার ছেলের মৃত্যুর পর মামলা করতে গেলেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে মামলা রুজু হলেও আমরা ন্যায়বিচার পাচ্ছি না। যাত্রাবাড়ী থানার মামলায় কয়েকজনকে গ্রেফতার দেখানো হলেও মামলার অপর আসামিরা এখনো বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়ালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই মামলার দুজন আসামি খোরশেদ আলম ও আশরাফুল হক বর্তমানে একজন উপদেষ্টার কোম্পানিতে ঊর্ধ্বতন পদে কর্মরত আছে। তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের নাম প্রত্যাহার করার জন্য। তাদের হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তা হুমকিতে রয়েছি।

তিনি বলেন, এ অবস্থায় আমি সন্তানের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আকূল আবেদন জানাচ্ছি।

এসময় মানববন্ধনে মেহেদী হাসানের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর