আরও দুটি রাজনৈতিক দল মতামত দিয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে সর্বমোট মতামত জমা পড়েছে ১৩টি রাজনৈতিক দলের।
সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম. ফজলুর রহমান এ তথ্য জানান। নতুন করে মতামত জানানো দল দুটি হলো বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং নাগরিক ঐক্য ।
সংস্কার কমিশন জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আরও দুটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ১৩টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে। আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং নাগরিক ঐক্য তাদের মতামত জমা দিয়েছে।
এছাড়া ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এখন পর্যন্ত যে দলগুলো মতামত দিয়েছে:লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বা বাংলাদেশ জাসদ, জাকের পার্টি, খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এ কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চ তারিখের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।