লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণের অভিযোগে লম্পট যুবক শাহিনকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৫ মার্চ) রাতে নির্যাতিত তরুনীর বাবা বাদি হয়ে আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া যুবক শাহিন একই ইউনিয়নের সরল খাঁ গ্রামের শওকত আলীর ছেলে। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা।
মামলায় প্রকাশ, বাক ও শারীরিক প্রতিবন্ধি তরুনীকে(২৮) বাড়িতে রেখে পরিবারের সকল সদস্য পাশের ক্ষেতে কাজে যান। শনিবার দুপুরে আইসক্রিম বিক্রি করতে এসে যুবক শাহিন মিয়া ওই বাড়ি যায়। এসময় তরুনীকে বাড়িতে একা পেয়ে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতেই তরুনীকে জোরপুর্বক ধর্ষণ করে। এরই মাঝে কাজ শেষ করে ওই তরুনীর ভাই বাড়িতে এসে তাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে লম্পট যুবক শাহিনকে আটক করে চিৎকার দেয়। স্থানীয়রা সোড়গোল পেয়ে ছুটে এসে আটক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নির্যাতিত তরুনীর বাবা বাদি হয়ে রাতে আদিতমারী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে। সে মামলায় অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, নির্যাতিত তরুনীর বাবার দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে শাহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে নির্যাতিত তরুনীকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।