ছোট্ট শিশু রাহাদের ইচ্ছে পূরণ করলেন ইউএনও

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2025-03-14 16:03:56

‎বার্তা২৪.কম-এ সংবাদ প্রকাশের পর ছোট্ট শিশু রাহাদের (১০) ইচ্ছে পূরণ করলেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন।

‎বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে শিশু রাহাদের সঙ্গে সাক্ষাতের পর ঈদের নতুন জামা ও নগদ অর্থ দিয়ে শিশু রাহাদের ইচ্ছে পূরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ ইবনুল আবেদীন।

‎‎এর আগে মঙ্গলবার (১১ মার্চ) ‘ঈদে নতুন জামা কিনতে চায় শিশু রাহাদ’ শিরোনামে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে সংবাদ প্রকাশ হয়। এমন খবর দৃষ্টিগোচর হলে রাহাদের সঙ্গে যোগাযোগ করেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন।

‎ঈদের নতুন জামা পেয়ে শিশু রাহাদ উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আমি ভেবেছিলাম এবারের ঈদে নতুন জামা কিনতে পারব না। রমজানের শুরু থেকে সামান্য কিছু টাকা জোগাড় করেছিলাম মেসওয়াক বিক্রি করে। সেটা খরচ হয়ে যাওয়াতে মন খারাপ ছিল। হঠাৎ জানতে পারলাম ইউএনও স্যার আমাকে ডেকেছেন এবং আমাকে ঈদের বাজার ও নতুন জামা কিনে দেবেন এটা শুনে এতই খুশি হয়েছি যা বলার মতো ভাষা নেই। আমার মাকে বলব ইউএনও স্যারের জন্য দোয়া করতে পাশাপাশি বার্তা২৪.কমের সাংবাদিক শহিদুল ইসলাম ভাইয়াকেও ধন্যবাদ। কারণ তিনি সেদিন সংবাদ প্রকাশ না করলে হয়তো আমি ঈদের নতুন জামা পেতাম না।

‎নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনুল আবেদীন বলেন, ‎বার্তা২৪.কমের সংবাদটি দেখার পড়ে শিশু রাহাদের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি তার বাবা অসুস্থ। তাই এবার ঈদের নতুন জামা কেনা শিশু রাহাদের জন্য অনিশ্চিত। শিশু রাহাদের ইচ্ছের কথা জিজ্ঞেস করলে সে ঈদে নতুন জামাকাপড় পরার ইচ্ছা প্রকাশ করে। তাই আজ অফিসে ডেকে ঈদের নতুন জামা পরার ইচ্ছা পূরণ করি। পাশাপাশি তার বড় ভাইয়ের ইচ্ছাও পূরণ করি। নগদ কিছু অর্থ দেয়া হয়েছে ঈদ বোনাস হিসেবে।

তিনি আরও বলেন, আমরা যারা সমাজে সামর্থ্যবান আছি, সবাই যদি চারপাশে থাকা অসহায় মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতো না। মানুষ মানুষের জন্য তাই এই ধরনের কার্যক্রম সামনে অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর