কুষ্টিয়ায় ইটভাটার মালিক-শ্রমিকদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া |

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে ইটভাটা মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে সেখান থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ইটভাটার মালিক ও শ্রমিকরা বলেন, ইটভাটায় কাজ করে সংসার চালাই। ভাটা বন্ধ হলে এ অঞ্চলের বহু শ্রমিক বেকার হয়ে পড়বে, মানুষের রুটি রুজি নষ্ট হবে। এতে সমাজে অপরাধ বাড়বে।

এসময় পরিবেশের ছাড়পত্র পেতে পদ্ধতি সহজিকরণ, হয়রানিমূলক মোবাইল কোর্ট বন্ধ, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবিও জানান তারা। পরে প্রশাসনের কাছে ভাটা মালিকদের পক্ষে থেকে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

এদিকে বিক্ষোভ মিছিলের ফলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেন বিক্ষোভকারীরা।

এ সম্পর্কিত আরও খবর