নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-03-10 08:21:49

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, ‘নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ কুমার বণিক নামে একজনকে আমরা আটক করে থানায় এনেছি। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি আমাদের জানায়। ভিকটিমকে তার মা এবং খালার সাথে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার একটি ভিডিওচিত্র ওই মেয়ে কৌশলে ধারণ করেছে বলে জানতে পেরেছি। তবে সেটি এখনো হাতে পাইনি। এ ঘটনায় মামলা হলে ২২ ধারায় জবানবন্দি নেবো। তখন বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর