নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এই গণবিজ্ঞপ্তি জারি হলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
রোববার (৯ মার্চ) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।
জানা গেছে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোকে আবেদনের সময় দেওয়া হতে পারে। এরপর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে। প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি।
উল্লেখ্য, জুলাই গণবিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরইমধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করছেন দলের নেতাকর্মীরা। দলীয় প্রতীকে প্রার্থী দিতে চান সব সংসদীয় আসনে। গড়ে তুলতে চান রাজনৈতিক জোট। বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তারা। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের আবেদন করতে পারেনি তারা।