গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার ধুম, আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2025-03-06 16:03:33

গাজীপুরের বিভিন্ন এলাকায় ফসলি জমি, নদীপাড়সহ মাটি কাটার ধুম পড়েছে। ধ্বংস হচ্ছে নদীপাড়, ফসলি জমি ও সড়কপথ। এ বিষয়ে কোন জোড়ালো পদক্ষেপ মিলছে না। ব্যবস্থা নেয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা, শ্রীপুর, কাপাসিয়া উপজেলায় অবৈধ ভাবে ফসলি জমি ও নদীপাড়ের মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু চক্র। এসব মাটি বিভিন্ন স্থানে ভরাট ও অবৈধ ইটভাটায় পাচার হচ্ছে। সবচেয়ে বেশি বেহাল অবস্থায় কালিয়াকৈর উপজেলা।

এ উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী, কুতিবদিয়া, সূত্রাপুর ইউনিয়নের দাড়িয়াপুর, কাঠালতলা, আটাবহ ও ঢালজোড়া ইউনিয়নের ডুবাইল, বলিয়াদী, নিশিন্দাহাটি, মধ্যপাড়া ইউনিয়নের শোলহাটি, হাটুরিয়াচালা, জালুয়া ভিটি, বোয়ালী ইউনিয়নের চাবাগান, রঘুনাথপুর, হবুয়ারচালা, ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া, বেতার কেন্দ্রসহ অন্তত ৩০টি পয়েন্টে মাটি খনন চলছে।

অবৈধ ভাবে মাটি খননের ফলে এসব এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন সড়ক ও কালভার্টের। তবে অজ্ঞাত কারণেই প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

এলাবাসীর অভিযোগ, রাতে বড় ড্রামট্রাক ও ভেকু দিয়ে অবাধে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে হুমকি দেয় তারা।

এসব বিষয়ে কথা বলতে গেলে মাটি ব্যবসায়ীরা কেউই কথা বলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছু এক মাটি ব্যবসায়ীর সহযোগী বলেন, বিভিন্ন অফিসকে ম্যানেজ করেই মাটি কাটতে হয়।

তবে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও অজ্ঞাত রহস্যজনক কারণে তিনি তা বাস্তবায়ন করেননি।


এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও কোন উত্তর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর