ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান এখনও চলমান রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।
অভিযানে এখন পর্যন্ত দালাল সন্দেহে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে বলে জানা গেছে, তবে সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।