রমজানে ওয়াসার পানিতে লবণাক্ততা, ক্যাবের উদ্বেগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-03-06 03:35:45

রমজানের আগে চট্টগ্রাম ওয়াসার সরবরাহকৃত পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। ফলে পানির উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।

বুধবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ জানান, হালদা ও কর্ণফুলী নদীতে লবণাক্ততা প্রতি লিটারে ২,৫০০ মিলিগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যেখানে সহনীয় মাত্রা মাত্র ২৫০ মিলিগ্রাম। এতে ওয়াসার চারটি প্রকল্পে পানির উৎপাদন ছয় কোটি লিটার পর্যন্ত কমেছে। ফলে নগরীর অনেক এলাকায় বিশুদ্ধ পানি সংকট চরম আকার ধারণ করেছে।

ক্যাব নেতারা বলেন, বৃষ্টি কম হওয়ায় নদীতে সাগরের লবণাক্ত পানি প্রবেশ করছে। কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র থেকে পর্যাপ্ত পানি না ছাড়ার কারণেও জোয়ারের সময় লবণাক্ত পানি ওপরের দিকে উঠে যাচ্ছে। এই সংকট দীর্ঘদিন ধরে চললেও ওয়াসা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওয়াসার দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন নামে প্রকল্প নেওয়া হলেও বাস্তবসম্মত সমাধান আসেনি।

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, যুব ক্যাব বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ, মহানগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি মুসা খান, সদস্য সচিব আবু মোশারফ রাসেল ও যুগ্ম সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর