খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার ২

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2025-03-04 17:14:28

খাগড়াছড়িতে পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে রামগড়ের তৈচালাপাড়ায় অভিযান চালিয়ে হাসান শরীফ (২৩) কে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

হাসান শরীফ রামগড় সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের ২০২১-২০২২ কমিটির সভাপতি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল ৪ আগস্ট রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীর বসতবাড়িতে সশস্ত্র হামলা চালায় গ্রেফতারকৃত হাসান। পরবর্তীতে এ ঘটনায় মামলা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

অন্যদিকে, খাগড়াছড়ি সদরে গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী বরুণ দে কে গতরাতে জেলা শহরের আনন্দনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলা মূলে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ২৩ দিনে ১ শ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর