চাঁদপুরে অসাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি, ৩৫ হাজার টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2025-03-04 16:30:07

চাঁদপুরে অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ইফতারি তৈরি করার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে চাঁদপুরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।

ওইসময় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ইফতারি সামগ্রী তৈরি করায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার কে ১৫,০০০/- টাকা, ইসলামিয়া সুইটস কে ৫,০০০/- টাকা, এবং মাহির ফুড প্রডাক্ট কে ১৫,০০০/- টাকাসহ মোট ৩৫,০০০/- টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর