চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রকল্প ও অর্থ বরাদ্দ সংশ্লিষ্ট তথ্য সাংবাদিকদের দিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে তথ্য না পেয়ে স্থানীয় সাংবাদিক দুলাল আলী বার্তা২৪.কমকে বলেন, উন্নয়ন প্রকল্পে নানা ধরনের বড় বড় দুর্নীতি হয় বলে অভিযোগ আছে। তাই প্রকল্পের তথ্য দিতে কর্মকর্তারা গড়িমসি করেন। তিনি আরো বলেন, আবেদন জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র চেয়েছি। কিন্তু ইউএনও'র উপ প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম আবেদন জমা দিয়ে যেতে পারেন, তবে রিসিভ করে নেওয়া যাবে না বলে জানান। পরে তা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আপিল করা হয়েছে।
সাংবাদিক দুলাল আলী জানান, ২০২৪ সালের জুন - ডিসেম্বর পর্যন্ত উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির কার্যবিবরণীর (উপস্থিতি স্বাক্ষর হাজিরা কপি সহ) তথ্য, ২০২৩- ২০২৪ ও ২০২৪- ২০২৫ অর্থবছরের (সাব রেজিস্টার অফিস) ভূমি হস্তান্তর কর (ব্যাংক স্টেটমেন্ট সহ) ১ শতাংশের তথ্য চাওয়া হয়েছে। প্রকল্পের তথ্য দিতে শুধু গড়িমসি নয়, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হয়রানিও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। তথ্য অধিকার নির্দিষ্ট কিছু তথ্য ছাড়া কারও আবেদন পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বিভিন্ন প্রকল্প ও অর্থ বরাদ্দ সংশ্লিষ্ট তথ্য দিতে গড়িমসি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বার্তা২৪.কমকে বলেন, আমার কাছে কোনো আবেদন আসেনি, আবেদন আসলে তাকে তথ্য দিবো, কিন্তু আবেদন আসেনি। আপিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, যে সাংবাদিক আবেদন করেছে ওই সাংবাদিক ফোন দিলে তাকে আমরা সবকিছু বলবো, এর বাইরে এ বিষয় নিয়ে কথা বলতে চাই না।