লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটতে গিয়ে উপর থেকে মাটিতে পড়ে রুহুল আমিন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম শ্রমিক রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুহুল আমিন উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহিদনগর গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় রুহুল আমিন গাছের ওপর উঠেন। এসময় গাছ কাটতে গেলে উপর থেকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল আনার আগেই রুহুল আমিন মারা গেছেন।
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবুও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।