মহুয়া কমিউটারের ইঞ্জিন বিকল, ১ ঘন্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-03-01 14:26:37

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ফলে প্রায় ১ ঘণ্টার জন্য বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। 

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার মোস্তফা কামাল ঘটনা সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে আউটার এলাকায় ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে। পরে ট্রেনটি পুশব্যাক করে স্টেশনে নিয়ে আসলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

গোলাম মোস্তফা আর ও বলেন ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুই নাম্বার লাইনে দাঁড়নো আছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর