অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আয়োজনে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২নম্বর গেট মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, রমজানের আগে নিত্যপণ্যের দাম আবারও বাড়ছে। সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে একটি চক্র, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে হলে প্রয়োজন হলে সরকারকে ভর্তুকি দিতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকারকে দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং অসাধু ব্যবসায়ী ও অর্থপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।