রাজধানীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2025-02-28 03:52:04

রাজধানীর খিলগাঁও এলাকায় মো. সেলিম (৪২) নামে একজনকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সেলিম পটুয়াখালীর দশমিনা উপজেলার মাচুয়াখালি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।। তিনি বর্তমানে সেখানেই ভর্তি আছেন।

আহত সেলিমের প্রতিবেশী মো. হাবিব জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিদমাহ হাসপাতালে সামনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চেতনা নাশক মাদক সেবন করিয়ে তার কাছে থাকা অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাত ১২টার দিকে ওই অটোরিকশা চালককে জরুরি বিভাগে আনা হলে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর