লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মুসকান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মুসকান ওই এলাকার সোহেল রানার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের উঠানে খেলছিল মুসকান, ছোট্ট মুসকান খেলতে খেলতে পুকুরের কাছে গেলে এক সময় সেই পুকুরে পরে যায়। এমতাবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে পুকুরের পানিতে মুসকানের লাশ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ারুল হক বলেন, পুকুরের পানিতে ডুবে মুসকানের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আনার আগেই তার মৃত্যু হয়।