মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে আরও ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করা হয়। এখনো তারা মিয়ানমারে রয়েছেন বলে বার্তা২৪.কম'কে জানিয়েছেন থাইল্যান্ডের সীমান্তবর্তী শহর মেসটে উপস্থিত বাংলাদেশি নাগরিক জুনায়েদ।
এবিষয়ে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, উদ্ধারের বিষয়টি তারা অবগত হয়েছে। তবে অফিসিয়ালি এখনো কোনো তথ্য জানতে পারেননি। অফিসিয়ালি আপডেট পেলে উদ্ধারকৃতদের মুক্ত করে দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
উদ্ধারকৃতরা হলেন, সাইমন হোসেন আবীর, মো. ওমর ফারুক, মো. তানবীর আখন্দ রাফি, মোহাম্মদ কাইসার হোসেন, মো. শাহ আলম, মো. ইসমাইল হোসেন, তুয়ানূর খলিলুল্লাহ, মো. উজ্জল হোসেন, মাহেদী হাসান শান্ত, রাশিদুল ইসলাম রিফাত, মো. আলিফ ইমরান। অপর ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি।
উল্লেখ্য, থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে গড়ে উঠা স্ক্যাম কল সেন্টারগুলো থেকে প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে মানুষ। তবে উদ্ধারকৃতদের সবাইকে থাইল্যান্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মিয়ানমারের ডিকেবিএ দাবি করেছে ফান্ড সংকটের কারণে সকলকে এখনই নিজ দেশে পাঠানো যাচ্ছে না।
মিয়ানমারের জান্তা সরকার ধারণা করছে প্রায় ১০ হাজার অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হবে স্ক্যাম সেন্টারগুলো থেকে। এখন পর্যন্ত ১ হাজারের বেশি বিভিন্ন দেশের মানুষকে উদ্ধার করা হয়েছে।