পঞ্চম বিয়ের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-02-23 12:52:29

চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন এক নারী। পুলিশের তথ্য অনুযায়ী, স্বামীর গোপন পঞ্চম বিয়ের খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে চতুর্থ স্ত্রী। প্রতিশোধ নিতে মাঝরাতে দাঁ হাতে স্বামীর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন (৩৬) পেশায় রিকশাচালক ও দিনমজুর ছিলেন। হত্যার দায়ে তার চতুর্থ স্ত্রী নুরজাহান (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আলাউদ্দিনের আগের তিন স্ত্রী থাকলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তবে কিছুদিন আগে নুরজাহান জানতে পারেন, তাকে না জানিয়ে স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বিরোধ চলছিল।

এর জেরে শনিবার রাত ২টার দিকে ঘুমন্ত স্বামীকে ধারালো দাঁ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন নুরজাহান।

ওসি আরও জানান, হত্যার পর স্বামীর মরদেহের পাশে বসে ছিলেন নুরজাহান। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা দাঁ উদ্ধার করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর