নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এর মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বেশ কয়েক জন বাসিন্দা বলেন, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়।
এরপর বিআরটিসি বাসের পিছনে আসা আরও একটি মাইক্রো গাড়ি আঁটকিয়ে ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের সাহস দেখে সবাই হতবাক হয়ে পড়েন। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান জানান, এটা আসলে খুব প্রশস্ত রাস্তা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিলো। রাস্তায় গাছ ফেলে রাস্তা ব্লক করে দিয়েছিল। পিছনে আমাদের পুলিশের গাড়িও ছিল। যাত্রীদের কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা যাত্রীর দুই একটা ফোন ও মালামাল নিয়ে গেছে। পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
উল্লেখ্য, ঘটনাটির পর থেকেই স্থানীয় ও রাস্তায় চলাচলকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য রাতের বেলা ঝুঁকিপূর্ণ রাস্তায় টহল পুলিশ জোড়দার করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাস্তায় চলাচলকারীরা।