জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসে দিন দিন বাড়ছে দূষণ। ১৮৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। যা নাগরিকের জন্য ‘অস্বাস্থ্যকর’।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।
আজ ১৯৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। সমান ১৮০ স্কোর নিয়ে ভারতের দিল্লির অবস্থান চতুর্থ এবং ১৭৯ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালার অবস্থান পঞ্চম।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এসময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।