যুবলীগ কর্মীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-02-20 17:51:10

চট্টগ্রামের রাউজানে মো. হাসান (৩২) নামে এক যুবলীগ কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির মো. বজল আহমেদ ড্রাইভারের ছেলে। তার পৈতৃক বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও ছোটবেলা থেকেই মামার বাড়ি রাউজানে বসবাস করতেন।

পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন পর হাসান নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে খাটের নীচ থেকে টেনে বের করে পাশের পলোয়ান পাড়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

পরে সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী ঝিনু আক্তার ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, হাসান সাবেক সরকারদলীয় একটি সংগঠনের কর্মী ছিলেন। গত ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল বাড়িতে আসলে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করা হয়। আমরা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, হাসানের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল। হয়ত পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। তদন্ত শেষে সব বলা যাবে।

এ সম্পর্কিত আরও খবর