চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2024-12-04 16:41:16

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আহুরা এলাকায় বাড়ির পাশে ডোবায় ডুবে মো. মাহিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টায় নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশু মো. মাহিম (০২) হচ্ছে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টার সময় নিজ বাড়ির পাশে সবার অগোচরে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবতে দেখেন শিশু মাহিমের ফুফু মোর্শেদা। পরবর্তীতে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর