ভালুকার যৌথবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-12-03 22:54:27

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- মাদক কারবারি মো. আবু রায়হান, মো. আকিব হাসান আপন ও ফাহিম হাসান।

জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় রায়হান, আকিব এবং ফাহিম ভালুকা এলাকায় মাদকের অভয়ারণ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামিদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল। তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।

মেজর মো. নোমান মুনসি জানান, মাদক ব্যবসায়ী রায়হান, আকিব এবং ফাহিমকে আটক আইনশৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমাণ বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর