২০৪০ সালের মধ্যে ইসলাম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত হবে

ইসলামি খবর, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম |

পিউ রিসার্চ সেন্টারের তথ্যানুসারে, ২০৪০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে। এই বৃদ্ধির মূল কারণ হলো, উচ্চ প্রজনন হার এবং অভিবাসন।

গবেষণায় আরও জানা গেছে যে, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বর্তমানে দেশটিতে তিন-চতুর্থাংশ মুসলিমই হয় অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান।

অভিবাসনের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে আমেরিকান মুসলিম জনসংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে তা ৮.১ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

পিউ রিসার্চ সেন্টার ২০০৭, ২০১১ এবং ২০১৭ সালে পরিচালিত মার্কিন আদমশুমারির বার্ষিক তথ্য বিশ্লেষণ আমেরিকায় মুসলমানদের ভবিষ্যতের একটি প্রতিকৃতি তৈরি করেছে।দ দেশটিতে মুসলমানরা এখন জনসংখ্যার মাত্র ২.১%।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যার গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম। এর অর্থ হলো, মুসলিমদের প্রজনন হার বেশি। ফলস্বরূপ আমেরিকায় আগামী দশকগুলোয় মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর জেরে মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মের নিরিখে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হবে।

আমেরিকায় দ্রুতগতিতে ও উল্লখযোগ্যহারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তা কখনোই খ্রিস্টান সম্প্রদায়কে ছাপিয়ে যেতে পারবে না। তুলনায় কম থাকবে মুসলমান জনসংখ্যা। তা সত্ত্বেও ধর্মীয় কাঠামোর পরিবর্তন আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে এবং এই রূপান্তর সেদেশের সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে।

‘ফ্রিডম অব রিলিজিয়ন’-এর দেশ আমেরিকা। যেখানে যে যার ধর্ম পালন করার রাষ্ট্রীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ সবাই মিলেমিশে যে যার মতো করে চলাফেরা করে থাকেন। এখানে গির্জা, মসজিদ ও মন্দির পাশাপাশি সবই আছে। যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৬৯টি ছোট-বড় মসজিদ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর