৫ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের মানসুরা

কৃতিত্ব, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-09 20:05:00

মাত্র ৫ মাসে ১৭ দিনে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে আট বছরের এক মেয়ে।

তার নাম মানসুরা। পটুয়াখালীর মেয়ে মানসুরা রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের মাদ্রাসাতুল কুরআন লিল বানাতের হিফজ বিভাগের শিক্ষার্থী।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি সাইদ আহমাদ জানিয়েছেন, গত ৯ জানুয়ারি মেয়েটি হেফজ শেষ করেছে। ওই দিন বিকেলে মাদ্রাসার শিক্ষিকা হাফেজ তহুরার শেষ সবক শোনান।

কোরআন মাজিদ হেফজ করতে মানসুরা প্রতিদিন প্রায় আধা পারা করে সবক শোনাত এবং শেষের দিকে এক পারা সবক দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে সে। তার সফলতার জন্য মাদ্রাসার তরফ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাদ্রাসাতুল কুরআন লিল বানাত রাজধানীতে অবস্থিত মেয়েদের দ্বীনি শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান। ৬ জন হাফেজ শিক্ষিকার তত্ত্বাবধানে এখানের হিফজ বিভাগে অন্তত ১২০ জন ছাত্রী পবিত্র কোরআনের হেফজ পড়ছে। আর পুরো মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৩৫০ জনের মতো। এ বছর ২০ জন শিক্ষার্থী কোরআনে কারিমের হাফেজ হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর