রেড ক্রিসেন্টের তৎপরতায় মসজিদে হারামে মিসরীয় নারীর জীবনরক্ষা

মক্কা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-03 15:16:06

পবিত্র উমরাপালন করতে গিয়ে মক্কার মসজিদে হারাম (কাবা শরিফ) প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন এক মিসরীয় নারী। তাকে উদ্ধার করে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। পরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা তার পালস (হৃৎস্পন্দন) ফিরিয়ে আনেন। গত রোববার রাতে এই ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী ওই নারী কাবা শরিফ চত্বরে অচেতন হয়ে যান। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতি ব্যবহার করে তার স্বাভাবিক হৃৎস্পন্দন ফিরিয়ে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য তাকে মক্কার আজইয়াদ হাসপাতালে স্থানান্তর করা হয়, এখন তিনি সুস্থ আছেন।

উল্লেখ্য, জরুরি চিকিৎসা সহায়তার ক্ষেত্রে তাত্ক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য মসজিদে হারাম এবং মসজিদে নববিতে অত্যাধুনিক সরঞ্জামসহ মেডিক্যাল টিম সর্বদা নিয়োজিত থাকে। মসজিদে হারামের চারপাশে স্থায়ী চারটি চিকিৎসা কেন্দ্র ছাড়াও ভ্রাম্যমাণ চিকিৎসক দল সর্বদা প্রস্তুত থাকেন। জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসাসেবা থেকে শুরু করে হাসপাতালে স্থানান্তরের কাজ করে তারা।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) গুরুত্ব সম্পর্কে হজ ও উমরা যাত্রীদের প্রস্তুতির ওপর জোর দিয়ে থাকে। অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা কীভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়ে অবগত করার বিষয়েও সচেতনতা কার্যক্রম চালায়। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে ফোন করতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা প্রায়ই চিকিৎসাসেবার দেওয়ার ক্ষেত্রে নজিরবিজীন অভিজ্ঞতার সম্মুখীন হন। গত বছর মদিনায় মসজিদে নববির প্রাঙ্গণে সন্তান জন্ম দেয় এক নারী। সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার কর্মীরা নামাজ পড়তে আসা ওই নারীকে সন্তান প্রসবে সাহায্য করেন।

এ সম্পর্কিত আরও খবর