তিন দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়া। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১,৭০০ দমকলকর্মী। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮৪টি ভবন।
সোমবার (৪ মার্চ) বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার লাগা এই আগুন অফুনাতো-শহরের ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দাকে এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশের রয়েছে। ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বাসিন্দাকে।
সংস্থা জানিয়েছে, মার্চ মাসে অফুনাতো’র আবহাওয়া শুষ্ক থাকে। গত মাসে সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ম। ফেব্রুয়ারি মাসে অফুনাতোর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটর।
আগুন নিয়ন্ত্রণে আনতে টোকিওসহ ১৪টি অঞ্চলের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এছাড়া ব্যবহৃত হচ্ছে সামরিক বাহিনীর ১৬টি হেলিকপ্টারও।
সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২ হাজার মানুষ আত্মীয়-স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন, এবং আরও ১ হাজার ২০০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জাপানে ১৯৭০-এর দশকের পর থেকে দাবানলের এর সংখ্যা কমে এসেছে। তবে ২০২৩ সালে দেশে প্রায় ১,৩০০টি অগ্নিকাণ্ড ঘটেছে, যা প্রধানত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়েছে।