সরকারি কর্মচারীদের কাজের বিবরণী চেয়ে ই-মেইল পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক। ই-মেইলের জবাব না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মাস্কের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল থেকে ফেডারেল কর্মচারীদের ই-মেইল পাঠানো হয়েছে। ই-মেইলের জবাবে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন তা ব্যাখ্যা করতে বলা হয়। মাস্ক ঘোষণা করেছেন, কেউ যদি ই-মেইলের জবাব না দেন তাহলে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়, কাজের বিবরণী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। মাস্ক লেখেন, সব ফেডারেল কর্মচারী খুব শিগগিরই একটি ই-মেইল পাবেন, যেখানে তাদের গত সপ্তাহে করা কাজের বিস্তারিত জানতে চাওয়া হবে। জবাব না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ডিওজিইকে আরো সক্রিয় হয়ে ২৩ লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমানোর পদক্ষেপ নিতে হবে। এর কয়েক ঘণ্টার পর কর্মচারীদের উদ্দেশ্যে এমন বার্তা দেন মাস্ক।
ই-মেইলে কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টে কর্মচারীদের গত সপ্তাহের কাজের সারসংক্ষেপ দিতে বলা হয়েছে। সোমবার রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম) পর্যন্ত ই-মেইলের জবাব দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে।
তবে এটি এখনো স্পষ্ট নয় যে মাস্কের এমন নির্দেশে আইনগত ভিত্তি কতটা আছে এবং যদি কেউ গোপনীয় প্রকল্পে কাজ করে থাকেন, তাহলে তারা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। শুধু নির্বাহী বিভাগ নয়, ফেডারেল বিচার বিভাগের কর্মীরাও এই ই-মেইল পেয়েছেন, যদিও আদালত নির্বাহী শাখার আওতায় পড়ে না।