কংগ্রেস নেত্রী এবং রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী সুস্থ আছেন এবং শুক্রবার তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের বিশেষ টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ জানা যায়নি।
সোনিয়া গান্ধী সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন চলাকালে রাজ্যসভায় উপস্থিত ছিলেন। এর আগে ১০ ফেব্রুয়ারি, সোনিয়া গান্ধী রাজ্যসভায় জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে জনগণের হিসাব পূর্ণ করতে দ্রুত জনগণনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, প্রায় ১৪ কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের অধীনে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সোনিয়া গান্ধী ২০১৩ সালে ইউপিএ সরকারের অধীনে চালু হওয়া এনএফএসএ-কে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, দেশের ১৪০ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আইন। বিশেষত কোভিড-১৯ সংকটের সময় এর উদ্যোগ প্রসংশনীয়।