প্রথমবার নাটকে জুটিবদ্ধ শ্যামল-সাবিলা

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম |

ঢাকাই নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূর এবং শ্যামল মাওলা। দীর্ঘদিন ধরে একই ইন্ড্রাস্ট্রিতে কাজ করলেও কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি এই দুই তারকাকে। তবে এই ঈদে তারা আসছেন একসঙ্গে একটি সাসপেন্সধর্মী গল্পে।

'মাকড়সা' নামের একটি নাটকে জুটি বেঁধেছেন সাবিলা-শ্যামল। সাসপেন্স আর থ্রিলারে আগাবে গল্প, শেষটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়! নাটকটি পরিচালনা করেছেন রাগিব রায়হান পিয়াল। রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। এই ঈদুল ফিতরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে সাবিলা-শ্যামল জুটির প্রথম নাটক 'মাকড়শা'।

বর্তমানে নাটকের পাশাপাশি তারা দু’জনেই ওটিটির কাজ নিয়ে বেশি ব্যস্ত। নাটকের কাজও চলে সমানতালে। তবে এই প্রথমবার জুটিবদ্ধ এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে, আর নির্মাতা পিয়াল দুই অভিনয়শিল্পীর পারফরম্যান্স নিয়ে বেশ উচ্ছ্বসিত।

মাকড়সা’র পোস্টার / ছবি: সংগৃহীত

নাটকটি সম্পর্কে সাবিলা নূর বলেন, ‘এটি একটি সাসপেন্স-থ্রিলার গল্প, যেখানে প্রতিটি মুহূর্ত দর্শককে কৌতূহলী করে রাখবে। বিশেষ করে শেষ দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, চেষ্টা করেছি সেরা পারফরম্যান্স দিতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

সিনেমা নিয়ে পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার সাবিলা এবং শ্যামল দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনই এক কথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।’

 

এ সম্পর্কিত আরও খবর