দেখতে দেখতে জীবনের ৭৮ বসন্ত পার করে দিলেন চিত্রনায়ক সোহেল রানা। অভিনেতার বাইরেও তিনি একাধারে পরিচালক এবং প্রযোজকও। তার পুরো নাম মাসুদ পারভেজ।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই অভিনেতার ৭৯তম জন্মদিন।
এবারের জন্মদিন ঘিরে জানা গেল বিশেষ খবর। প্রথমবার তাকে ঘিরে তৈরি হলো একটি পডকাস্ট শো। যেখানে তার বয়ানে উঠে আসবে ফেলে আসা জীবনের নানান গল্প।
কিংবদন্তির জন্মদিন উপলক্ষে, আজ রাত ৮টায় ‘আইজ অন’ নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার প্রথম পডকাস্ট ‘আমি সোহেল রানা’-এর টিজার উন্মুক্ত হবে।
অভিনেতার জন্য এটি একেবারে নতুন অভিজ্ঞতা জানিয়ে সোহেল রানা বলেন, ‘অতীতের স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।’
১৯৪৭ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন মাসুদ পারভেজ।
তার জন্ম ঢাকাতে হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায়। শিক্ষা জীবনে ছিলেন একজন তুখোড় ছাত্রনেতা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। শুরুতে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও ‘সোহেল রানা’ নামেই তিনি সমধিক পরিচিত।
মূলত চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেছিলেন তিনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’-এভাবে একের পর এক প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সোহেল রানার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারে ৩০টির অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি অন্তত ৩০টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক ছিলেন তিনি। কিন্তু পরে নায়ক খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় তার প্রযোজক পরিচয়টি।
লালু ভুলু (১৯৮৩), অজান্তে (১৯৯৬), সাহসী মানুষ চাই (২০০৩) তিনটি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সোহেল রানা। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে আজীবন সম্মাননা লাভ করেন এই মুক্তিযোদ্ধা-অভিনেতা।
১৯৯০ সালে ডা. জিনাত পারভেজকে বিয়ে করেন সোহেল রানা। তাদের একমাত্র ছেলে মাশরুর পারভেজ জীবরান। অভিনেতা মাসুম পারভেজ রুবেল তার ভাই।