অপূর্ব-নিহার ‘মন দুয়ারী’তে মজেছে দর্শক

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-20 13:46:24

নাটকপ্রেমী দর্শক ঈদের মতো ভ্যালেন্টাইনেও নতুন নাটকের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারের ভ্যালেন্টাইন ফেস্ট অনেকটা ঝিমিয়ে ছিল! অনেক দর্শক বলছিলেন, কোনোভাবে যেন নাটক দেখে তৃপ্তি পাচ্ছিলেন না।

কিন্তু দর্শকদের তৃপ্তির স্বাদ দিল নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত এ নাটকটি মুক্তি পেয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায়। এরপর থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক।

মন দুয়ারী’ নাটকের দৃশ্যে অপূর্ব ও নিহা

গল্পে দেখা যায়, নিউ ইয়র্ক প্রবাসী অপূর্ব তার গ্রামে ফেরেন দাদীকে ‘বেটার লাইফ’ দেয়ার জন্য সেখানে নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান নিউ ইয়র্ক যেতে চান না। তিনি গ্রামের যৌথ পরিবার ও পারিবারিক রীতিনীতি মেনেই শেষ জীবনটা কাটাতে চান।

ওদিকে, গ্রামের বাড়িতে কাজিন নিহার সঙ্গে পরিচয়ের পর থেকে খুনসুটি লেগেই থাকে অপূর্বর। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ফ্যামিলি সেন্টিমেন্ট- বন্ডিং এবং রোম্যান্টিক ইমোশনের সঙ্গে গ্রামীণ চোখ জুড়ানো দৃশ্য-মিউজিক সব মিলিয়ে ‘মন দুয়ারী’ দারুণভাবে উপভোগ করছেন দর্শক।

মন দুয়ারী’ নাটকের পোস্টার

অনেকটা সিনেমার মতো লার্জার স্কেলে নির্মিত ‘মন দুয়ারী’ দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। কেউ কেউ এটিকে নাটক নয়, সিনেমা বলে মন্তব্য করছেন! আকাশ মিয়া নামে একজন লিখেছেন, এটিকে সিনেমা হলে মুক্তি দেয়া উচিত।

আবার কেউ কেউ বলছেন, গতানুগতিক বাংলা সিনেমার চেয়েও পরিচ্ছন নির্মাণ পেয়েছেন ‘মন দুয়ারী’-তে। কবির হোসেন নামে একজন লিখেছেন, খুব বেশি নাটক দেখা হয় না। তবে ‘মন দুয়ারী’ দেখে মনে হয়েছে এটি এ বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে।

মন দুয়ারী’ নাটকের দৃশ্যে নিহা ও অপূর্ব

সুমন রহমান লিখেছেন, অপূর্ব-নিহাকে জুটি হিসেবে দারুণ মানিয়েছে। এর পাশাপাশি এই নাটকের মাধ্যমে দিলারা জামানের মতো লিজেন্ড অ্যাক্টর-কে বহুদিন পর পারফেক্ট ব্যবহার করা হয়েছে।

সিএমভি-এর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ঘেঁটে দেখা যায়, প্রবাসী বাঙালীদের পাশাপাশি বহু দর্শক ওপার বাংলা থেকেও ‘মন দুয়ারী’ উপভোগ করছেন। তারাও বাংলাদেশে নির্মিত ‘মন দুয়ারী’ নাটকের প্রশংসা করতে ভুলছেন না।

মন দুয়ারী’ নাটকের দৃশ্যে অপূর্ব ও দিলারা জামান

এর আগে অপূর্বকে নিয়ে ‘পথে হলো দেরী’ বানিয়েছে সাড়া ফেলেছিলেন জাকারিয়া সৌখিন। এবারের ‘মন দুয়ারী’ প্রসঙ্গে পরিচালক বললেন, ‘‘বাংলাদেশের মানুষ একটু বেশি ইমোশনাল এবং ফ্যামিলিকেন্দ্রিক। এ কারণে তারা পরিবার, গান, দেশজ গল্প খুব পছন্দ করে। ‘মন দুয়ারী’ নাটকের মধ্যে এই সবকিছু আছে। যাকে বলে ফুল প্যাজেক। আমার মনে হয় মানুষ এগুলো কানেক্ট করেছে। এর আগে ‘পথে হলো দেরী’ লার্জার স্ক্রেলে বানিয়েছিলাম। এবার ‘মন দুয়ারী’ বানালাম। দুবারই রিলিজের আগে একটু ভয় ছিলাম। দুবার দর্শকদের ভালাবাসায় উতরে গেছি। ভবিষ্যতে আরও লার্জার স্কেলের গল্প বলতে চাই।’’

এ সম্পর্কিত আরও খবর