কোরিয়ান পপ গানের পাশাপাশি কোরিয়ান ড্রামা বা কে ড্রামা সারা বিশ্বে এখন দারুণ জনপ্রিয়। সেই সুবাদে সেখানকার নাটকের তারকারাও জুটিয়ে ফেলেছেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভক্ত।
গেল নভেম্বরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কে ড্রামা জগতের মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। তখন তার ভক্তরা বেশ কষ্ট পেয়েছিলেন। এবার চলে গেলেন কে ড্রামার আরেক জনপ্রিয় অভিনেতা পার্ক মিন জে।
কে ড্রামা জগতের একজন উঠতি তারকা ছিলেন পার্ক মিন। ‘টুমরো’, ‘লিটল উইমেন’, ‘কল ইট লাভ’, ‘দ্য কোরিয়া-খিতান ওয়ার’ এবং ‘মি. লি’ নামক কে ড্রামাগুলিতে অভিনয় করেছেন। আর তাতেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। মাত্র ৩২ বছর বয়সেই তার অকাল প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর মর্মান্তিক খবরটি প্রকাশ্যে এনেছে তার এজেন্সি। বিগ টাইটেল এবং কোরিয়ান মিডিয়া আউটলেটগুলি গত ২ ডিসেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, অভিনেতা গত ২৯ নভেম্বর চীনে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়েছে।
তার মৃত্যুর সংবাদের পরে অনলাইনে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্ক মিন জে একজন প্রতিভাবান অভিনেতা যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সর্বদা তার সেরাটা দিয়েছিলেন। তিনি গত ২৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। পার্ক মিন জে-এর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা তাকে আর অভিনয় করতে দেখতে পারবো না। আমরা গর্বিতভাবে তাকে বিগ টাইটেলের একজন অভিনেতা হিসাবে মনে রাখব। তার আত্মা শান্তি পাক।’
বিগ টাইটেলের সিইও হোয়াং জু-হে-ও অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। তাকে কোনদিনও ভুলবেন না বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন।
পার্ক মিন জে-এর ছোট ভাইও অনলাইনে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চিরতরে বিশ্রামে চলে গেছেন। আমরা আশা করি যতটা সম্ভব মানুষ তাকে দেখতে আসবে। আমরা ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করতে অক্ষম হওয়ায় আমরা আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ করছি।’
স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে স্মরণ করছেন। অনেকে কোরিয়ান বিনোদনে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: বলিউড লাইফ