নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ডিসেম্বরে সংসদ নির্বাচন করা হবে, এই টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার।
তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন কারও মুখাপেক্ষী হবে না বলেও জানান এই কমিশনার। তিনি বলেন, ‘কারও সুবিধামত তফসিল ঘোষণা করা হবে না।’
কারও কোনো নির্দেশ মতো কাজ করবে না নির্বাচন কমিশন-এ কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সংসদীয় আসন বিন্যাস পুর্নবিবেচনা করার প্রয়োজন আছে।
নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে কমিশনার বলেন, ‘কমিশনের ওপর কোনো চাপ নেই। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন।’